সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন: ওয়াশিংটনকে তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i127516
সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে সিরিয়ায় নিজেদের অশুভ স্বার্থ হাসিল করার লক্ষ্যে ওয়াশিংটন ও তার মিত্ররা উগ্র তাকফিরি জঙ্গিদের পুনর্গঠিত করার যে চেষ্টা করছে সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তেহরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ৩১, ২০২৩ ১০:০৩ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে সিরিয়ায় নিজেদের অশুভ স্বার্থ হাসিল করার লক্ষ্যে ওয়াশিংটন ও তার মিত্ররা উগ্র তাকফিরি জঙ্গিদের পুনর্গঠিত করার যে চেষ্টা করছে সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তেহরান।

দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “আমরা মার্কিন সামরিক বাহিনীকে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি। একইসঙ্গে মার্কিন কর্মকর্তাদেরকে এই উপদেশ দিচ্ছি, তারা যেন গোটা অঞ্চল থেকে সরে গিয়ে এ অঞ্চলের দায়িত্বভার এখানকার অধিবাসীদের কাছে হস্তান্তর করেন।”

যৌথ সংবাদ সম্মেলনে মিকদাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তুও তুলে ধরেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, “আমরা সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এসব সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রচেষ্টা সম্পর্কে কথা বলেছি।”

মার্কিন সরকার ২০১৪ সালে জাতিংঘের অনুমোদন কিংবা সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাসবিরোধী যুদ্ধ করার অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করে। কিন্তু ওই যুদ্ধে আমেরিকার ততটা আগ্রহ ছিল না যতটা আগ্রহ ছিল সিরিয়ার তেল সম্পদ চুরি করতে।

২০১৭ সালে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকার দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল করতে সক্ষম হয়। এ অবস্থায় মার্কিন সেনাদের সিরিয়ায় অবস্থানের কোনো অজুহাত অবশিষ্ট না থাকায় সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা জঙ্গী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩১