সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৫:০০ Asia/Dhaka
  • ইরানের আটক অর্থ ছাড়ের কারণে দ. কোরিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হবে

নাইজারের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ লামিনে জেইন বলেছেন, তার দেশ থেকে ফ্রান্সের সেনা দ্রুত প্রত্যাহারের ব্যাপারে যোগাযোগ চলছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ অবমুক্ত করার কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অ্যধায় উন্মোচিত হবে।

ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "সিউলে আটকে থাকা অর্থ সুইস ব্যাংকে স্থানান্তর করার পর এখন আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করতে পারি।"আমির আবদুল্লাহিয়ান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি আরো বলেন, ইরান এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়টিকে অগ্রাধিকার দেয়, কারণ আগামী শতাব্দী এশিয়ার।

ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক এই অর্থ ছাড়ের মধ্যদিয়ে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার আন্তরিকতা ও প্রতিশ্রুতি ফুটে উঠেছে। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দক্ষিণ কোরিয়া ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে প্রস্তুত রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের তেল বিক্রির প্রায় ৬০০ কোটি ডলার সম্প্রতি সিউল অবমুক্ত করেছে। এর আগে পরোক্ষ আলোচনার মাধ্যমে ইরান এবং আমেরিকার মধ্যে এই অর্থ ছাড়ের ব্যাপারে একটি চুক্তি হয়। এরপর দক্ষিণ কোরিয়া ওই অর্থ সুইস ব্যাংকে স্থানান্তর করে এবং সেখান থেকে কাতারের দুটি ব্যাংকের মাধ্যমে ইরানে পৌঁছাবে।আগস্ট মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোও এ ব্যাপারে খবর দিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ