প্রধান অভিযুক্ত নওরুজফকে মৃত্যুদণ্ড দিলো ইরানের বিপ্লবী আদালত
(last modified Thu, 21 Sep 2023 12:56:07 GMT )
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • প্রধান অভিযুক্ত নওরুজফকে মৃত্যুদণ্ড দিলো ইরানের বিপ্লবী আদালত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে প্রধান অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ফার্স প্রদেশের প্রধান বিচারপতি কাজেম মুসাভি আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিয়েছেন।

ইরানের বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান জানিয়েছে, আল্লাহ বিরোধী যুদ্ধ, ইসলামি ইরানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং ইরানের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রধান আসামি তাজিকিস্তানের নাগরিক রহমতউল্লাহ নওরুজফকে দুইবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অভিযোগে যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে আল্লাহ বিরোধী বিরোধী যুদ্ধের জন্য নওরুজফকে বড় শাস্তি দেয়া হয়েছে।
মামলার রায় ঘোষণার আগে শিরাজ শহরের বিপ্লবী আদালতে প্রধান অভিযুক্ত নওরুজফের বিষয়ে তিন দফা শুনানি অনুষ্ঠিত হয়। রায়ের বিরুদ্ধে অভিযুক্তদের আপিল করার জন্য ২০ দিনের সময় দেয়া হয়েছে।
গত ১৩ই আগস্ট শাহ চেরাগ মাজারে গুলি চালায়। এতে দুইজন শহীদ এবং সাতজন আহত হন। নওরুজফ হামলার সময় একটি অ্যাসাল্ট রাইফেল এবং আটটি ম্যাগজিন বহন করেছিল যাতে ২৪০টি গুলি ছিল। আটক হওয়ার আগে সে ১১টি গুলি চালাতে সক্ষম হয়।#
পার্সটুডে/এসআইবি/২১