দ্বীপের মালিকানা দাবি করে আবুধাবি জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে: ইরান
(last modified Mon, 25 Sep 2023 03:29:28 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ০৯:২৯ Asia/Dhaka
  • আবু মুসা দ্বীপ
    আবু মুসা দ্বীপ

পারস্য উপসাগরের তিনটি ইরানি দ্বীপের ওপর মালিকানা দাবি করে সংযুক্ত আরব আমিরাত যে বক্তব্য দিয়েছে তাকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ধরনের বক্তব্য ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।’

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, “ইরান এ ধরনের ভিত্তিহীন বক্তব্যকে জাতিসংঘের একটি সদস্যদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে মনে করে। এছাড়া, এর ফলে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদও সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।”

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল-হাশিমি সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ভাষণে পারস্য উপসাগরের তিন দ্বীপ গ্রেটার তুম্ব, লেসার তুম্ব ও আবু মুসার ওপর আবুধাবির মালিকানা দাবি করে বলেন, এই তিন দ্বীপের ওপর থেকে ইরানকে ‘দখলদারিত্ব’ পরিত্যাগ করতে হবে।

হাশিমি সংলাপ কিংবা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ওই তিন দ্বীপের ওপর সংযুক্ত আরব আরিরাতের মালিকানা প্রতিষ্ঠিত করার সংকল্প ব্যক্ত করেন।

জাতিসংঘের ইরান মিশনের বিবৃতিতে বলা হয়েছে, আরব আমিরাতের প্রতিনিধিরা প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পারস্য উপসাগরের তিন দ্বীপের ওপর মালিকানা দাবি করেন যা দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিকভাবে ওই দ্বীপগুলো সব সময় ইরানের ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর ব্যত্যয় ঘটে এমন যেকোনো দাবি বাতিল বলে বিবেচিত হবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫