তেহরানে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করল ইরান
(last modified Mon, 25 Sep 2023 08:57:22 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৪:৫৭ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের লোগো
    ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের লোগো

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশের গোয়েন্দা বিভাগ। সন্ত্রাসী চক্র একসাথে ত্রিশটি জনবহুল স্থানে বোমা হামলার পরিকল্পনা করেছিল। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীরা এই পরিকল্পনা করে।

গতকাল (রোববার) গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী গত কয়েকদিন ধরে তেহরান, আলবোর্জ এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে অভিযান চালিয়ে ভয়াবহ হামলার পরিকল্পনাকারীদের আটক করতে সক্ষম হয়েছে। যেসব ঘাঁটি ব্যবহার করে সন্ত্রাসীরা এই পরিকল্পনা করেছিল সেগুলোকে সনাক্ত ও দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীদেরকে আটক করা হয়। 

আটক সন্ত্রাসীদের বেশ কয়েকজনের সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করার ইতিহাস রয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীরা হামলার জন্য যে ধরনের পরিকল্পনা করেছিল তা সাধারণ সন্ত্রাসীদের পরিকল্পনার চেয়ে অনেক বেশি জটিল। এ ধরনের পরিকল্পনা সাধারণত ইহুদিবাদী ইসরাইলের সেনারা করে থাকে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে।

আটক সন্ত্রাসদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ, বোমা এবং বিস্ফোরক ভর্তি ১০০টি প্যাকেজ, বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস, ১৭টি মার্কিন নির্মিত হ্যান্ডগান এবং গুলি উদ্ধার করা হয়। এর পাশাপাশি বেশ কিছু স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস, সামরিক সরঞ্জামাদি এবং আত্মঘাতী পোষাকও উদ্ধার করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৫