সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১৯:০০ Asia/Dhaka
  • পুতিন (বামে) ও রায়িসি
    পুতিন (বামে) ও রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারাবাখ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

দুই নেতাই ছয় দেশের অংশগ্রহণে কারাবাখ সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন যাতে অন্য অঞ্চলের কোনো দেশ এখানে হস্তক্ষেপের সুযোগ না পায়। এই ছয়টি দেশ হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, ইরান ও তুরস্ক।

আজকের ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানি প্রেসিডেন্ট রায়িসি-কে বলেছেন, রুশ শান্তিরক্ষী বাহিনী বেসামরিক জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিয়েছে এবং কারাবাখের আর্মেনীয় জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে।

দুই দেশের প্রেসিডেন্টই সব সমস্যা সমাধানে শান্তিপূর্ণ উপায় অর্থাৎ কূটনৈতিক ও রাজনৈতিক পন্থা অবলম্বনের ওপর জোর দেন।

আজারবাইজান সরকার ও কারাবাখের বাসিন্দাদের প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রতি ইরানের প্রেসিডেন্ট সমর্থন জানান। গত সপ্তাহে আজারবাইজানের সেনাবাহিনী কারাবাখের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেখানে সামরিক অভিযান চালায়। এরপরই ঐ সমঝোতা চুক্তি সই হয়।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ