ইরান পরমাণু ডকট্রিনে কোনো পরিবর্তন আনেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/event-i137610
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশ গণবিধ্বংসী মারণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং পরমাণু ডকট্রিনে কোনো পরিবর্তন আনেনি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৪, ২০২৪ ০৯:৪৮ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশ গণবিধ্বংসী মারণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং পরমাণু ডকট্রিনে কোনো পরিবর্তন আনেনি।

গতকাল (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গণবিধ্বংসী মারণাস্ত্র বিষয়ে ইরান যে অবস্থান নিয়েছে তা একটি ফতোয়ার ওপর ভিত্তি করে, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জারি করেছেন। এই ফতোয়ায় এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে।

নাসের কানয়ানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গণবিধ্বংসী মারণাস্ত্র হুমকি সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদিবাদী ইসরাইলের হাতে এই ধরনের অস্ত্র আছে এবং তারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেনি। 

ইসরাইলের হাতে ২০০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।

গত সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির তেহরান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে কানয়ানি বলেন, আশা করা যায় আন্তর্জাতিক এ সংস্থাটি তার প্রতিশ্রুত নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, যখন আইএইএ কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়েছে তখন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে, কিন্তু যখন এই সংস্থাটি রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে তখন আলোচনা ভিন্নখাতে প্রবাহিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।