অক্টোবর ০৩, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইরানের ড্রোন শক্তি যেকোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম: কমান্ডার 

ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, তার দেশের ড্রোন শক্তি এতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে যে, তা শত্রুর যেকোনো ধরনের হুমকি মোকাবিলা করতে সক্ষম।  ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক ও নৌবাহিনীর সাবেক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি এ প্রত্যয় ঘোষণা করেছেন।

ইরানের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে এদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যে বিশাল ড্রোন মহড়া চালানোর উদ্যোগ নেয়া হয়েছে তার আগেভাগে সোমবার এ প্রত্যয় জানান অ্যাডমিরাল সাইয়্যারি।

তিনি বলেন, ইরানের অর্ধেকেরও বেশি অংশ এবং ভারত মহাসাগরের উত্তর অংশের বিশাল এলাকা জুড়ে এই ড্রোন মহড়া চালানো হবে। মহড়ায় ইরানের ড্রোন শক্তির যুদ্ধ করার সক্ষমতা পরীক্ষা করে দেখা হবে।

তিনি বলেন, এবারের মহড়ায় গোয়েন্দা, যুদ্ধ ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হবে যেগুলো ক্ষেপণাস্ত্র, বোমা ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম।  সাইয়্যারি বলেন, এ মহড়ায় আমাদের লক্ষ্য হবে, আমাদের ড্রোনের নির্ভুলতা, পাইলটদের দক্ষতা এবং হামলা চালানোর শক্তি মূল্যায়ন করা।

শত্রুর সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের ড্রোন সক্ষমতা উন্নত করাকে এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, দেশীয়ভাবে তৈরি সমস্ত ড্রোনের পরীক্ষা, গোলাবারুদের সক্ষমতা মূল্যায়ন, এবং সেইসাথে বিভিন্ন বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে মহড়ার আরো কিছু লক্ষ্য। ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের ধরন পরিবর্তিত হয়েছে এবং আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ