অক্টোবর ০৫, ২০২৩ ০৯:৪৩ Asia/Dhaka
  • হাজার হাজার মাইল দূরের নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরানি ড্রোন

কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত ইরানি ড্রোন কয়েক হাজার মাইল দূরের নৌ লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন ইসলামি বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি গতকাল (বুধবার) রাজধানী তেহরানে মেডিক্যাল স্টুডেন্টদের এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। জেনারেল সালামি বলেন, “কয়েক হাজার মাইল দূরের সাগর দিয়ে চলমান জাহাজের যেকোনো অংশে আঘাত হানার মতো ড্রোন আমরা তৈরি করেছি।” কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করে ইরানি ড্রোনগুলোর এই কার্যক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

জেনারেল সালামি বলেন, এমনকি ড্রোন হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হবে সেটিও আমরাই নির্ধারণ করে দেই। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সৃষ্টি করা অত্যন্ত জটিল একটি কাজ। এরকম প্রযুক্তি বিশ্বের মাত্র তিনটি দেশের আছে বলে তিনি দাবি করেন।

এর আগে গতমাসে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছিলেন, ইরানে যে পরিমাণ ড্রোন উৎপাদন হয় তার চেয়ে বহির্বিশ্বে এই ড্রোনের চাহিদা অনেক বেশি। বহু দেশ ইরানি ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জেনারেল বাকেরি জানান।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ