অক্টোবর ০৫, ২০২৩ ১০:৩০ Asia/Dhaka
  • খেলার মাঠে রাজনীতি টানবেন না: সৌদি আরবকে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্ক যখন উন্নতির দিকে যাচ্ছে তখন ক্রীড়া সংক্রান্ত কোনো বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগের একটি খেলায় অংশগ্রহণ করতে সৌদি আরবের একটি টিম ইরান সফরে এসেও ম্যাচটি না খেলেই চলে যাওয়ার পর আমির-আব্দুল্লাহিয়ান এ প্রতিক্রিয়া জানালেন।

গত সোমবার রাতে ইরানের ‘সেপাহান’ টিমের সঙ্গে সৌদি আরবের ‘আল-ইত্তিহাদ’ টিমের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলায় অংশগ্রহণ করতে আল-ইত্তিহাদ টিম ইরানের ইস্পাহান শহরের নাকশে জাহান স্টেডিয়ামের ড্রেসিংরুম পর্যন্ত আসে। কিন্তু তারা অজ্ঞাত কারণে ড্রেসিংরুম থেকেই খেলায় অংশগ্রহণ না করে সৌদি আরবে ফিরে যায়।

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এক বিবৃতিতে বলেছেন, ম্যাচটি ‘অপ্রত্যাশিত ও অনিবার্য কারণে’ বাতিল হয়ে গেছে।

তবে আল-আরাবিয়া ও আরব নিউজের মতো সৌদি আরবের প্রখ্যাত গণমাধ্যম দাবি করেছে, নাকশে জাহান স্টেডিয়ামে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লে. জেনারেল কাসেম সোলায়মানির একটি ভাস্কর্য থাকার কারণে সৌদি টিম মাঠে নামতে চায়নি। জেনারেল সোলায়মানি ২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে এএফসিকে সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি সুবিধাজনক যেকোনো সময়ে আবার আয়োজন করতে তেহরান ও রিয়াদ সমঝোতায় পৌঁছেছে। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরান-সৌদি সম্পর্ক সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে এ ধরনের বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এদিকে ইরানের সেপাহান টিম এক বিবৃতিতে বলেছে, ইস্পাহানের নাকশে জাহান স্টেডিয়ামে জেনারেল সোলায়মানির ভাস্কর্যটি প্রায় তিন বছর ধরে অবস্থান করছে। কাজেই আগে থেকে জেনেশুনে মাঠে এসে ফিরে যাওয়ায় আল-ইত্তিহাদের বিরুদ্ধে এএফসির কাছে অভিযোগ জানানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ