অক্টোবর ০৫, ২০২৩ ১৭:৫৪ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনকে সেসব দেশের আন্দোলনরত স্বাস্থ্য ও রেলকর্মীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এসব দেশের সরকারকে পরামর্শ দিয়ে বলেছেন, 'আপনারাতো ইরানের নারীদের বিষয়ে নানা মিথ্যাচার করছেন এবং হস্তক্ষেপমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনাদের উচিত এসব বাদ দিয়ে নিজ দেশের শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করা, তাদের অধিকার বাস্তবায়ন করা এবং উদ্বেগজনক পরিস্থিতির সুরাহা করা।'

গত বুধবার আমেরিকার পাঁচটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ধর্মঘট পালন করেছেন। কাজের তুলনায় কম বেতন দেওয়ায় তারা প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে বেতন-ভাতা বাড়ানোর দাবি তুলেছেন।

এছাড়া জার্মানিতেও গত সোমবার হাজার হাজার চিকিৎসক তাদের ক্লিনিক বন্ধ করে বিক্ষোভ করেছেন। তারাও তাদের অধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছেন। সোমবার ব্রিটেনের রেল বিভাগের ১৬টি কোম্পানির চালকরা ধর্মঘট করেছেন। সরকার তাদের অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন।

এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তিন দেশকে নিজেদের শ্রমিক-কর্মচারীদের অধিকার বাস্তবায়নে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। তার মতে, অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজেদের চরকায় তেল দেওয়া উচিত।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ