স্থল অভিযান চালালে গাজা ইসরাইলি সেনাদের গোরস্থানে পরিণত হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i129422-স্থল_অভিযান_চালালে_গাজা_ইসরাইলি_সেনাদের_গোরস্থানে_পরিণত_হবে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকারের পাশবিকতা চলতে থাকলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান চুপচাপ বসে থাকবে না। তিনি সাম্প্রতিক দোহা সফরকালে কাতারের আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৬, ২০২৩ ১০:১১ Asia/Dhaka
  • গাজার আশ-শিফা হাসপাতালের সামনে ফিলিস্তিনিদের লাশের সারি
    গাজার আশ-শিফা হাসপাতালের সামনে ফিলিস্তিনিদের লাশের সারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকারের পাশবিকতা চলতে থাকলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান চুপচাপ বসে থাকবে না। তিনি সাম্প্রতিক দোহা সফরকালে কাতারের আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এরইমধ্যে গাজায় ইসরাইলি পাশবিক বিমান হামলা নয় দিন পেরিয়ে গেছে এবং এ সময়ে অন্তত ২,৪১৫ ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। ইহুদিবাদী বাহিনী গাজার উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে যার কারণে উত্তর গাজা থেকে হাজার হাজার মানুষ দক্ষিণ গাজায় সরে যাচ্ছে।

সাক্ষাৎকারে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় অনুপ্রবেশ করার সিদ্ধান্ত নেয় তাহলে প্রতিরোধ যোদ্ধারা এই উপত্যকাকে ইসরাইলি সেনাদের গোরস্থানে পরিণত করবে।” তিনি আরো বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান 

রাজনৈতিক প্রচেষ্টায় চলমান সংঘাত বন্ধ হবে বলে আশা প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একথাও বলেন যে, গাজাবাসীর ওপর দখলদার ইসরাইল তার পাশবিকতা বন্ধ করতে ব্যর্থ হলে ইরান পরিস্থিতি চেয়ে চেয়ে দেখবে না।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আমরা আশা করছি রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের অবসান হবে, তা না হলে পরবর্তী ঘণ্টায় কী হবে তা কেউ জানে না, কারণ, ইরান তখন দর্শক হয়ে বসে থাকবে না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রতিরোধ অক্ষ সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে। ইরান ‘প্রতিরোধ অক্ষ’ বলতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজের সমর্থিত সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী সংগঠনগুলোকে বোঝায়।

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের প্রতি ইঙ্গিত করে আমির-আব্দুল্লাহিয়ান আরো বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল নামক পুতুলকে রক্ষা করতে এগিয়ে এসেছে। কিন্তু যুদ্ধের পরিধি যদি বিস্তৃত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও মারাত্মক ক্ষতি হবে।”

উল্লেখ করা যায়, এর আগে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো এ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছিল।

স্থল অভিযানের ব্যাপারে জাতিসংঘের মাধ্যমে ইসরাইলকে সতর্ক করেছে ইরান

এদিকে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস এক রিপোর্টে জানিয়েছে যে, ইরান শনিবার জাতিসংঘের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে, তেহরান গাজা যুদ্ধের আর বিস্তৃতি চায় না। তবে ইসরাইল যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইরান সেখানে হস্তক্ষেপ করবে।

পরিস্থিতি সম্পর্কে অবহিত দু’টি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরকালে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি টোর ওয়েন্সল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করে ইসরাইলকে ওই হুঁশিয়ারি দেন।

সাক্ষাতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান নিজের জন্য রেড লাইন ঠিক করেছে। যদি ইসরাইল তার আগ্রাসন চালিয়ে যায়- বিশেষ করে স্থল অভিযান চালানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে ইরান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।”#

পার্সটুডে/এমএমআই/এ্মএআর/১৬