অক্টোবর ২২, ২০২৩ ১৯:১১ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান (ডানে)
    আব্দুল্লাহিয়ান (ডানে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গোটা বিশ্বের চোখের সামনেই আজ গাজায় সাধারণ মানুষ হত্যা করছে বর্ণবাদী ইসরাইল। তিনি আজ (রোববার) তেহরানে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি পানডোরের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন, 'গাজা পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানানো হয়েছে।'  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত সময়ের মধ্যে তেল আবিবে এসে এমন এক দখলদার সরকারকে সমর্থন দিয়েছেন যারা বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল ও আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বাইডেন এ ঘোষণাও দিয়েছেন যে, তারা গাজার মানুষকে হত্যার জন্য শত শত বিমান পাঠাবেন। এর মাঝে হাস্যকর বিষয় হলো, তিনি বলেছেন গাজায় ২০টি ত্রাণবাহী ট্রাক পাঠাবেন।

আমেরিকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আমেরিকা ও ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ বন্ধ না হলে এই অঞ্চলে অপ্রত্যাশিত নানা ঘটনা ঘটে যেতে পারে এবং আগ্রাসীদের চরম পরিণতি হতে পারে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ