মে ০৫, ২০২৪ ১১:১৬ Asia/Dhaka
  • আফ্রিকার ৩৯ দেশে ইরানের রপ্তানি ও অবকাঠামো খাতে সেবা
    আফ্রিকার ৩৯ দেশে ইরানের রপ্তানি ও অবকাঠামো খাতে সেবা

বিগত ফার্সি ১৪০২ সালে ইরান আফ্রিকার ৩৯টি দেশে প্রযুক্তি, কৃষি ও নির্মাণ সামগ্রী রপ্তানি করেছে বলে খবর দিয়েছেন ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদ বিষয়ক কমিশনের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি।

তিনি বলেছেন, ৫৪টি দেশ ও ১৩০ কোটি জনসংখ্যা অধ্যুষিত আফ্রিকা মহাদেশের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার অপূর্ব সুযোগ রয়েছে।

ইরান ও আফ্রিকা বিষয় দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে লাতিফি আরো বলেন: ইরান এই মহাদেশের কৃষি পণ্য উৎপাদনে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় জ্বালানি, প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের উপকরণ সরবরাহ করতে পারে।  

সেইসঙ্গে ইরান আফ্রিকার খনি, বাঁধ, সড়ক ও উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো খাতে বিনিয়োগ করার মাধ্যমে এসব প্রকল্পের নকশা তৈরি থেকে শুরু করে পুরো নির্মাণ কাজ সম্পন্ন করে দিতে পারে। আর গ্যাস উত্তোলন ও তেল শোধনাগারের ওভারহোলিং কাজে ইরান নিজের অভিজ্ঞতাও আফ্রিকার দেশগুলোর সঙ্গে বিনিময় করতে পারে।

ফার্সি ১৪০২ সালে ইরানি পণ্য রপ্তানির ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর বৈচিত্রের কথা তুলে ধরে ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদ বিষয়ক কমিশনের মুখপাত্র বলেন:

বিগত বছরে এই মহাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের দেশগুলোতে ইরানের রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার ৩৯ দেশে ইরানি পণ্য সরাসরি রপ্তানি হয়েছে।

আলজেরিয়া, মিশর, লিবিয়া, তিউনিশিয়া, জিবুতি ও মরক্কোয় ১৪০২ সালে ইরানের রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে জানান লাতিফি। তিনি বলেন, এসব দেশের বাইরে বিগত বছরে ঘানা ১৭ কোটি ৩৫ লাখ ডলার মূল্যের পণ্য ইরান থেকে আমদানি করেছে।  এছাড়া, দক্ষিণ আফ্রিকা ১৪ কোটি ৫০ লাখ ডলার, তাঞ্জানিয়া ৯ কোটি ২৮ লাখ ডলার, কেনিয়া ৪ কোটি ৮৭ লাখ ডলার, নাইজেরিা ৪ কোটি ৮০ লাখ ডলার, মোজাম্বিক ৪ কোটি ৭১ লাখ ডলার এবং সোমালিয়া ৩ কোটি ৩৩ লাখ ডলার মূল্যের পণ্য ইরান থেকে সরাসরি আমদানি করেছে।

এছাড়া বিগত ফার্সি বছরে আফ্রিকার ২২টি দেশ ইরানে সরাসরি পণ্য রপ্তানি করেছে বলেও জানান ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদ বিষয়ক কমিশনের মুখপাত্র। তিনি বলেন, ওই বছর দক্ষিণ আফ্রিকা ইরানে এক কোটি ৯০ লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এছাড়া, জাম্বিয়া এক কোটি ২৫ লাখ ডলার, ঘানা এক কোটি ২০ লাখ ডলার, সিসিলি এক কোটি ১৭ লাখ ডলার, কেনিয়া ৯৫ লাখ ডলার, তাঞ্জানিয়া ৬১ লাখ ডলার এবং উগান্ড ৪১ লাখ ডলার মূল্যের পণ্য ইরানে রপ্তানি করেছে।

ইরান ও আফ্রিকা বিষয় দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আফ্রিকার অন্তত ৩০টি দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) আফ্রিকা মহাদেশের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ইসলামি বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও একই দৃষ্টিভঙ্গির অনুসারী বলে উল্লেখ করে রায়িসি বলেন:

পশ্চিমারা নিজেদের স্বার্থে আফ্রিকা মহাদেশকে চায় কিন্তু আমরা আফ্রিকার স্বার্থে আফ্রিকাকে চাই।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট: পশ্চিমারা নিজেদের স্বার্থে আফ্রিকা মহাদেশকে চায় কিন্তু আমরা আফ্রিকার স্বার্থে আফ্রিকাকে চাই

 

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ