মে ১৫, ২০২৪ ১৭:৪২ Asia/Dhaka
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়তে মালিকে সহযোগিতা করবে ইরান
    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়তে মালিকে সহযোগিতা করবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রিসার্চ সেন্টার অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট আলিরেজা ইয়ারি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম আফ্রিকার দেশ মালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

এর মধ্যদিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র ও সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান।

তিনি মালির বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে ইরানের এই প্রতিষ্ঠানের মিশন ও লক্ষ্য সম্পর্কে ব্যাখ্যা উপস্থাপন করেন। এ সময় এই কর্মকর্তা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তিনি আরও বলেন, ইরানি গবেষকদের সহযোগিতায় রিসার্চ সেন্টার অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষায়িত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।  

মালির সেন্টার অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্স ইন্ডাস্ট্রি'র প্রধান জ্যাকলিন সেগুবা কোনাতে ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের পর বলেছেন, দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তার দেশ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে ইরানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগাতে পারবে।

তিনি আরও বলেছেন, তারা ইরানের রিসার্চ সেন্টার অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মতো মালিতে একটি কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে।

মালির প্রতিনিধিদলের সদস্যরা এই গবেষণা সংস্থার ল্যাবরেটরি এবং বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন।

এসব প্রজেক্টের মধ্যে সাইবার স্পেস কন্টেন্ট ভেলিডেশন প্রজেক্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরি, এআই রেগুলেটরি প্রজেক্ট, স্মার্ট প্রজেক্ট এবং কৃষি পণ্য উৎপাদন সংক্রান্ত প্রজেক্ট রয়েছে। এসবই বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের উন্নয়নের প্রমাণ বহন করছে।#   

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ