পেজেশকিয়ান নাকি ড. জালিলি
ইরানী জনগণ কার কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পন করবে?
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথে মাসুদ পেজেশকিয়ন এবং সাঈদ জালিলি দ্বিতীয় দফা নির্বাচনে প্রবেশ করেছেন। দ্বিতীয় দফা নির্বাচনে এই দুই প্রার্থীর একজন ইরানের চতুর্দশ সরকারের প্রেসিডেন্ট হবেন।
১৪ তম প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন (শুক্রবার) সারা ইরানে অনুষ্ঠিত হয়। পার্সটুডে আরও জানিয়েছে, ইরান জুড়ে ৫৮ হাজার ৬৪০টি ভোট কেন্দ্রে গৃহীত ভোটের সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫। ৪ জন প্রার্থীর প্রাপ্ত ভোট এবং শতকরা হার ছিল নিম্নরুপ:
প্রার্থীর নাম |
প্রাথমিক গণনায় প্রাপ্ত ভোট |
প্রাপ্ত ভোটের হার |
মাসুদ পেজেশকিয়ন |
১০,৪১৫,৯৯১ |
৪২.৪৫ শতাংশ |
সাঈদ জালিলি |
৯,৪৭৩,২৯৮ |
৩৮.৬১ শতাংশ |
মোহাম্মাদ বাকের কলিবফ |
৩,৩৮৩,৩৪০ |
১৩.৭৯ শতাংশ |
মোস্তফা পুরমোহাম্মাদি |
২০৬,৩৯৭ |
০.৮৪ শতাংশ |
ভোটের ফলাফল থেকে বোঝা যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের কেউই অর্ধেক প্লাস ওয়ান ভোট পেতে সক্ষম হন নি। সুতরাং নিয়ম অনুযায়ী প্রথম দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ন এবং সাঈদ জালিলির মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। প্রকাশিত তফসিল অনুসারে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক ১ জুলাই সোমবার এবং দ্বিতীয় বিতর্ক ২ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আগামি শুক্রবার ৫ জুলাই দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই প্রেসিডেন্ট প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
মাসুদ পেজেশকিয়নের যোগ্যতা এবং কর্মদক্ষতা:
হার্ট সার্জারিতে স্পেশালিস্ট, তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের ডিন, ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষামন্ত্রী, ইরানের দশম পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার, তাবরিজ থেকে পরপর ৪বার নির্বাচিত এমপি।
সাইদ জলিলীর যোগ্যতা ও কর্মদক্ষতা:
রাষ্ট্রবিজ্ঞানে তিনি পিএইচডিধারী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে তাঁর উপস্থিতি ছিল। ইউরোপ ও আমেরিকা বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব, ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের প্রধান, ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য, ইরানের বৈদেশিক সম্পর্কের কৌশলগত কাউন্সিলের সদস্য।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।