হিজবুল্লাহর শক্তিতে ইসরাইলি ভাড়াটে ব্রিটিশ সেনার আতঙ্ক ও বিস্ময়
পার্সটুডে-ইসরাইলি সেনাবাহিনীতে ভাড়াটে খাটা একজন ব্রিটিশ সেনা তাদের দুর্দশার বর্ণনা দিয়েছেন।
ব্রিটিশ দৈনিক টাইমসের স্বীকারোক্তি অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নিয়েছে সে দেশের নাগরিকরা। মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নেয়া এক ব্রিটিশ সেনা স্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সাথে যুদ্ধ করা দুঃস্বপ্নের মতো।
ওই ব্রিটিশ নাগরিক জানান যে দিনগুলোতে তিনি দক্ষিণ লেবাননে ছিলেন জীবন-মৃত্যুর মধ্যে লড়াই করেছিলেন।
ইসরাইলি সেনাবাহিনীতে ভাড়াটে ব্রিটিশ সেনা ইউসি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের উচ্চ প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন: যে দিনগুলোতে সেদেশের দক্ষিণে ছিলেন তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারেন নি। এক মুহূর্তের জন্যও তার বুলেটপ্রুফ পোশাক এবং বুট খোলেন নি।
তিনি স্বীকার করেছেন যে হিজবুল্লাহ বাহিনী নি:সন্দেহে সেরা এবং অভিজাত।
এই ব্রিটিশ সেনার বক্তব্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে অভিযানকারী ইসরাইলি সেনাবাহিনীর একটি ডিভিশনে ২ হাজার ইহুদিবাদী সেনা ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন সেনা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় নিহত হয়েছিল।
ইহুদিবাদী ইসরাইলের গবেষণা কেন্দ্র আলমা একটি প্রতিবেদনে লিখেছে: ২০২৪ সালের অক্টোবরে লেবাননের হিজবুল্লাহর হামলার সংখ্যা গত এক বছরের তুলনায় চার গুণ বেড়েছে। গত এক মাসে ১১৫৮ বার হামলা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।