জুলাই ০১, ২০২৪ ১০:২৯ Asia/Dhaka
  • ব্রিকসের ডলারমুক্ত লেনদেনের উদ্যোগে মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর হবে

পার্সটুডে- বিশ্বের বাণিজ্যিক লেনদেন থেকে মার্কিন ডলার বাদ দেয়ার প্রচেষ্টা জোরদার হয়েছে। ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর সংস্থা- ব্রিকসভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেনের জন্য একটি নতুন বৈদেশিক মুদ্রা চালু করার চেষ্টা করছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যে ব্রিকসের পথচলা শুরু হয়েছিল সেটি সম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন সদস্য গ্রহণ করেছে। চলতি বছরের গোড়ার দিকে ইরান ও ইথিওপিয়াসহ ১০টি নতুন দেশ ব্রিকসের সদস্যপদ লাভ করেছে। পার্সটুডের রিপোর্ট অনুসারে, ব্রিকসভুক্ত দেশগুলোর অন্যতম প্রধান কর্মসূচি তাদের মধ্যকার লেনদেন থেকে মার্কিন ডলার সম্পূর্ণ বাদ দেয়া।  এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। এসব দেশ আন্তর্জাতিক লেনদেনে ডলারের পরিবর্তে অন্য কোনো বৈদেশিক মুদ্রাকে প্রধান লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে।

ব্রিকসের বর্তমান সভাপতি রাশিয়া এই সংস্থাকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ব্যাপক তোড়জোর শুরু করেছে। রাশিয়ার মূল লক্ষ্য ডলারভিত্তিক লেনদেন ব্যবস্থা সুইফটের বিকল্প দাঁড় করানো। এ লক্ষ্য অর্জন করতে হলে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সবার আগে একটি অভিন্ন ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হবে। রাশিয়া এরইমধ্যে এ কাজে বেশ খানিকটা এগিয়ে গেছে। মস্কো এরইমধ্যে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক লেনদেনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করার কাজে সফলতা পেয়েছে। 

রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ চলতি বছরের মার্চ মাসে ঘোষণা করেন, সুইফটের পরিবর্তে ‘ব্রিকস ব্লকচেইন’ নামের ডিজিটাল মুদ্রায় অর্থ পরিশোধের একটি বিকল্প ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।  ‘ব্রিকসের সেতু’ নামে অভিহিত এই ব্যবস্থা বাণিজ্যিক লেনদেনের অর্থ পরিশোধের ক্ষেত্রে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে। 

সুইফট নামক বাণিজ্যিক লেনদেনের বর্তমান ব্যবস্থাটি মার্কিন ডলার নিয়ন্ত্রিত এবং বিশ্বের বিদ্যমান লেনদেনের শতকরা ৯০ ভাগ সুইফটের মাধ্যমে সম্পন্ন হয়। তবে আশার কথা, ২০২৩ সালে বিশ্বের তেলের বাজারের এক পঞ্চমাংশ লেনদেন ডলার বহির্ভুত মুদ্রার মাধ্যমে অর্থাৎ সুইফটকে পাশ কাটিয়ে সম্পন্ন হয়েছে। 

গবেষণালব্ধ পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন ডলারের বিপরীতে অন্যান্য বৈদেশিক মুদ্রার প্রচলন বৃদ্ধি পেলে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাবে। যেসব দেশ আমেরিকার একতরফা অথনৈতিক নিষেধাজ্ঞার শিকার সেসব দেশের জন্য এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সম্পর্কে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, চলতি বছরের অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠেয় ব্রিকসের সম্মেলনে মার্কিন ডলার পরিহারের বিষয়টি  সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এই উদ্যোগ সফল হলে তা হবে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।  
ব্রিকসের উদ্যোগে সুইফটের বিকল্প কার্যকর ব্যবস্থা চালু করা সম্ভব হলে সাউথ ব্লকের দেশগুলো তা থেকে ব্যাপকভাবে উপকৃত হবে। এসব দেশ আশা করছে, সুইফটের বিকল্প ব্যবস্থা বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে কথায় কথায় নিষেধাজ্ঞা আরোপের মার্কিন আধিপত্যের অবসান ঘটাবে। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ