নভেম্বর ০১, ২০২৩ ২৩:১৯ Asia/Dhaka
  • মার্কিন অস্ত্র সহযোগিতা না থাকলে প্রথম সপ্তাহে ইসরাইল ধ্বংস হয়ে যেত: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে সহযোগিতা  না করলে দখলদার ইসরাইল প্রথম সপ্তাহেই ধ্বংস হয়ে যেত। গাজায় এখন যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা যুক্তরাষ্ট্রের সহযোগিতা তথা যুক্তরাষ্ট্রের হাতেই হচ্ছে।

বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস ও ছাত্র দিবসকে সামনে রেখে আজ (বুধবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন ইরানের একদল ছাত্র-ছাত্রী। এ সময় সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।

তিনি বিশ্বের মুসলিম দেশগুলোকে পরামর্শ দিয়ে বলেন, মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলে জ্বালানি তেল এবং নিত্যপণ্য রপ্তানি বন্ধ করতে হবে। ইহুদিবাদী ইসরাইলে তেল রপ্তানির পথগুলোও বন্ধ করে দিতে হবে। দখলদার সরকারের সাথে অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করতে হবে। বিশ্বের সকল ফোরামে উচ্চস্বরে এই অপরাধযজ্ঞের নিন্দা করতে হবে। অবিলম্বে ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধের জন্য মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে জোরালো চাপ প্রয়োগ করতে হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পশ্চিমা রাজনীতিবিদদের নির্লজ্জ কাজগুলোর একটি হলো, মাতৃভূমি রক্ষায় সংগ্রামরত ফিলিস্তিনিদেরকে তারা সন্ত্রাসী বলে অভিহিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা এসে প্যারিস দখল করে নেয়। যে ফরাসিরা জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা কি সন্ত্রাসী ছিল?

সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এই দখলদার শক্তি তার নিজের লোকদের কাছেও মিথ্যা বলছে। ইসরাইলি বন্দীদের বিষয়ে যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে সেটাও মিথ্যাচার। বোমাবর্ষণ করে তারা তাদের নিজেদের বন্দীদেরও হত্যা করছে। #

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ