নভেম্বর ২৩, ২০২৩ ১৫:৩১ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি
    ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি

ইরানকে নয়া বিশ্বব্যবস্থার অগ্রপথিক বলে মন্তব্য করেছেন ইরানের স্থল বাহিনীর কমান্ডার। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি আজ আরাক শহরে শহীদ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।

তিনি বলেন: বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করছে প্রতিটি যুগ-পর্বে আমরা একেকটি নয়া ঘটনা ঘটতে দেখি। বর্তমান যুগে ইসলামী বিপ্লব হবে নয়া বিশ্ব ব্যবস্থার অগ্রপথিক।  

নয়া এই বিশ্ব ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন মরহুম ইমাম খোমেনী। ব্রিগেডিয়ার জেনারেল হায়দারি আরও বলেন: ইসরাইলের সবচেয়ে বড় গোয়েন্দা নেটওয়ার্ক ছিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ছিল, ছোট-বড় আরও অনেক গুপ্তচর সংস্থা ছিল। এতোসব থাকার পরও আল-আকসা তুফান অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় তাদের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে।

ইরানের স্থল বাহিনীর এই কমান্ডার আরও বলেন: ইসরাইল আজ যে আচরণ করছে তা ইহুদিবাদীদের পাশবিকতা, শয়তানি এবং উন্মাদনাময় চরিত্রের ফসল। এ কারণেই তারা নির্যাতিত শিশুদের, অসহায় নারীদের প্রতি করুণা না দেখিয়ে নৃশংস ভাবে আক্রমণ করে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ