নভেম্বর ২৪, ২০২৩ ১৭:৪৫ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী
    হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী

তেহরানের জুমা নামাজের খতিব বলেছেন: ইহুদিবাদী ইসরাইলই একমাত্র মাকড়সার ঘর নয় বরং সকল পরাশক্তিই তুষারমানব। হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন: আল-আকসা তুফান অভিযান প্রমাণ করেছে প্রতিরোধ আক্রমণাত্মক রূপ নিলে নিজেদের অবস্থান উপরেই থাকবে।

জুমার খতিব আরও বলেন: ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন প্রমাণ করেছে-শুধু ইসরাইলই মাকড়সার ঘর নয়, সকল পরাশক্তিই আসলে তুষারমানব। যদি কেউ আল্লাহর ওপর ভরসা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে বিশ্বের সামনে তাদের অসারতা ফুটে উঠবে।

জনাব সিদ্দিকী গাজায় নারী, শিশু ও বৃদ্ধদের ওপর ইহুদিবাদীদের গণহত্যা এবং চিকিৎসা কেন্দ্রে নৃশংস হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন: "গাজার নিপীড়িত শিশুদের হত্যা বিশ্ববাসীর অনুভূতি জাগ্রত করেছে। হোয়াইট হাউসের সামনে, লন্ডন ও ফ্রান্সের রাজপথসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজপথে মানুষের উপস্থিতি প্রমাণ করেছে-ইসরাইলের ধ্বংস অত্যাসন্ন। বিশ্ববাসী অচিরেই আমেরিকার পতনও দেখতে পাবে বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেন।

জুমার খতিব আরও বলেন: ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ফাটল সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ