নভেম্বর ২৭, ২০২৩ ১৩:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকামী সংগঠনগুলোর চলমান যুদ্ধ আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে চালানো অভিযান ফিলিস্তিন ইসুকে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

গতকাল (রোববার) রাজধানী তেহরানে এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন নাসের কানয়ানি। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান এবং সংঘটিত যুদ্ধের পর অধিকৃত ভূখণ্ডের চলমান পরিস্থিতি নিয়ে সমাবেশে আলোচনা করা হয়।

নাসের কানয়ানি বলেন, আল আকসা অভিযান একথা পরিষ্কার করে দিয়েছে যে, ফিলিস্তিন এখনো বিশ্বের সবচেয়ে বড় ইস্যু এবং এ অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেয়ার শক্তি রাখে প্রতিরোধ সংগঠনগুলো।

ইরানি মুখপাত্র বলেন, প্রতিরোধকারীদের সামরিক অভিযান এবং অন্যান্য ঘটনাবলী একথা প্রমাণ করে দিয়েছে যে, ফিলিস্তিন ইস্যুর গুরুত্ব সঠিকভাবে বুঝতে পেরেছে ইরান। এজন্য গত ৪৪ বছর ধরে তেহরান ফিলিস্তিনি ইস্যুর প্রধান সমর্থক এবং কখনো এই বিষয়টিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ছোট করে দেখেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বলদর্পি শক্তিগুলোর জটিল মারপ্যাচের মধ্যে ইরান কখনো ফিলিস্তিনি জনগণকে কারো সাথে সমঝোতে পৌঁছানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। ফিলিস্তিনি জনগণ প্রমাণ করে দিয়েছে তারা নিজেদের অধিকার রক্ষার ব্যাপারে বিশ্বের বড় শক্তিগুলোর জন্য কখনো অপেক্ষা করবে না।

বিশ্বের বলদর্পী শক্তিগুলো মানবতার পক্ষে অবস্থান না নিয়ে তারা শুধুমাত্র অবৈধ স্বার্থ ও নিপীড়নকারী মিত্রের পক্ষে বিশেষ করে ইহুদি ও ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ