ডিসেম্বর ১৯, ২০২৩ ২০:১১ Asia/Dhaka
  • অ্যান্তোনিও গুতেরেস
    অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যদি পরমাণু সমঝোতা আবারো চালু করতে হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল খাতের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

জাতিসংঘের রাজনৈতিক শাখার প্রধান রোজমারি ডিকার্লো গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এখনো মনে করেন যে, ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা হচ্ছে তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনের সবচেয়ে ভালো উপায়।

রোজমারি বলেন, জাতিসংঘ মহাসচিব গুরুত্ব দিয়ে বলছেন যে, আমেরিকার উচিত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা অথবা ইরানের তেল বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানো। এতে পরমাণু সমঝোতা আবার চালু করা সম্ভব হবে।

রোজমারি বলেন, আট বছর আগে সঠিকভাবেই দুই পক্ষ এই সমঝোতা সই করেছিল যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। তিনি এই সমঝোতাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। কিন্তু এখন সেই চুক্তি আর আশার আলো দেখাতে পারছে না।

তিনি বলেন, জাতিসংঘ দুই পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানাবে এবং এই চুক্তি যাতে পুনর্বহাল করা যায় তার জন্য সব ধরনের কূটনৈতিক রাস্তাই খোলা রাখতে চাই।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ