মে ০২, ২০২৪ ১০:১০ Asia/Dhaka
  • হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান
    হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যে এক নতুন সমীকরণ তৈরি করেছে। তিনি গতকাল (বুধবার) লেবাননের আল-মানার নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার জবাবে ইরান গত ১৩ এপ্রিল ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যে পাল্টা হামলা চালায় তার প্রতি ইঙ্গিত করে হামদান আরো বলেন, ওই হামলা মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছে।

ওই হামলার ফলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সাক্ষাৎকারে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং রাফাহ শহরে ইসরাইলি হামলার হুমকি নিয়েও কথা বলেন হামদান।

হামাসের এই নেতা বলেন, রাফাহতে আগ্রাসন চালালে হামাস ইসরাইলের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দেবে কারণ, গুলির মুখে আলোচনা করতে রাজি নয় হামাস।

ওসামা হামদান বলেন, প্রবাসে অবস্থানরত নেতাদের সঙ্গে গাজায় অবস্থানরত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মাদ দেইফের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা চলমান যুদ্ধের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিচ্ছেন। ইয়াহিয়া সিনওয়ার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছেন এবং তিনি প্রবাসী হামাস নেতাদের পাত্তা দিচ্ছেন না বলে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করার একদিন পর ওসামা হামদান তার সংগঠনের অবস্থান স্পষ্ট করলেন। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ