ডিসেম্বর ২৫, ২০২৩ ০৯:৫২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে আঘাত হানার ঘটনায় জড়িত থাকার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে পাশ্চাত্যের এ সংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী সরকারের স্বার্থে আঘাত হেনেছে বলে যে অভিযোগ করা হয়েছে তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে; যদিও এ ধরনের অভিযোগকে তেহরান মোটেও আমলে নেয় না। 

শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন পারস্য উপসাগর ও আরব সাগরে ইসরাইলি জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট তেল ট্যাংকার এমভি চেম প্লুটো ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন দ্বারা আক্রান্ত হয়েছে।

ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে শনিবার ড্রোন হামলা হয়। হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার সময় এমভি চেম প্লুটো নামক জাহাজটি রাসায়নিক দ্রব্য বহন করছিল।  ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল শহর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই ড্রোন হামলা হয় তবে এ ঘটনায় জাহাজের ক্রুদের কোনো ক্ষতি না হলেও জাহাজটির অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সমর্থিত দেশটির সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইসরাইলের যেকোনো ধরনের ক্ষতি করা হবে বলে ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোর সুস্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছে ইয়েমেনের সেনাবাহিনী।

ইরান গাজা উপত্যকায় লড়াইরত ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি ইয়েমেনের হুথি যোদ্ধাদের প্রতি রাজনৈতিক সমর্থন জানালেও তাদের কোনো সামরিক তৎপরতায় সরাসরি জড়িত থাকার কথা শুরু থেকে অস্বীকার করে আসছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ