ইসরাইলকে জবাব দেয়ার অধিকার রাখে তেহরান: জাতিসংঘে ইরাভানির ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i132616-ইসরাইলকে_জবাব_দেয়ার_অধিকার_রাখে_তেহরান_জাতিসংঘে_ইরাভানির_ঘোষণা
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য দখলদার ইসরাইলকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি এই ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৩ ১৫:১৮ Asia/Dhaka
  • ইরাভানি
    ইরাভানি

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য দখলদার ইসরাইলকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি এই ঘোষণা দিয়েছেন।

সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখা ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যার জন্য ইরানি রাষ্ট্রদূত ইহুদিবাদী ইসরাইলের কঠোর সমালোচনা করেন। ইরানের স্থায়ী প্রতিনিধি এই চিঠির একটি কপি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছেও পাঠিয়েছেন।

চিঠিতে ইরাভানি বলেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় যে হত্যাকাণ্ড চালিয়েছে- আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরান তার জবাব দেয়ার বৈধ অধিকার রাখে। তিনি বলেন, ইরান যখন প্রয়োজন মনে করবে তখন উপযুক্ত সময়ে এই হামলার চরমতম জবাব দেবে।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়েদা জয়নাব এলাকায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মুসাভিকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল হত্যা করে। এই হত্যাকাণ্ডকে আমির সাঈদ ইরাভানি ঘৃণ্য এবং কাপুরুষোচিত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।