জানুয়ারি ১২, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  • ওমান সাগর থেকে আমেরিকা-সংশ্লিষ্ট তেল ট্যাংকার আটক করল ইরান

ইরানের নৌবাহিনী দেশটির আদালতের নির্দেশে ওমান সাগর থেকে একটি তেল ট্যাংকার আটক করেছে। এই ট্যাংকারটিকে ব্যবহার করেই গত বছর আমেরিকা ইরানি তেল চুরি করার যে পদক্ষেপ নিয়েছিল তার প্রতিশোধ নিতে এটিকে আটক করা হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ খবর দিয়েছে।

ইরানের নৌবাহিনী গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ‘সুয়েজ রাজান’ নামের এই তেলবাহী ট্যাংকারটিকে গত বছর আমেরিকার নির্দেশে দেশটির একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ইরানি তেল চুরি করার পর এটির নাম পরিবর্তন করে সেন্ট নিকোলাস রাখা হয়।  ট্যাংকারটি ইরাকের বসরা বন্দর থেকে এক লাখ ৪৫ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ওমান সাগর ও লোহিত সাগর হয়ে তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিল।

২০২৩ সালে এপ্রিল মাসে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল রপ্তানি করার অভিযোগে ইরানের তেলবাহী ট্যাংকারটিকে আমেরিকার টেক্সাস উপকূলে নিয়ে যাওয়া হয়। এরপর আগস্ট মাসের শেষদিকে একটি মার্কিন আদালতের নির্দেশে ট্যাংকারটির পাঁচ কোটি ৬০ লাখ ডলার মূল্যের তেল খালি করে ফেলে মার্কিন নৌবাহিনী।

ইরানি তেলচুরির ওই ঘটনার তীব্র নিন্দা জানায় তেহরান। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকার এ পদক্ষেপের জবাব দেয়া হবে। তারা বলেন, আমেরিকার জন্য আঘাত করে শাস্তি না পাওয়ার দিন শেষ হয়ে গেছে। ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দেশের স্বার্থে আঘাত আসলে তেহরান চুপ করে বসে থাকবে না। ইরান দৃশ্যত ওমান সাগর থেকে তেল ট্যাংকার আটক করে সেই হুমকি বাস্তবায়ন করল।#

ট্যাগ