জানুয়ারি ১৪, ২০২৪ ১৮:০৯ Asia/Dhaka
  • সম্মেলনে রায়িসি
    সম্মেলনে রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন ইস্যুটি এর আগে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে গণ্য হতো, এখন তা গোটা বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।

আজ (রোববার) সকালে রাজধানী তেহরানে আল-আকসা তুফান ও জাগ্রত বিবেক শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) বলেছেন ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং পবিত্র বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করাকে সবার ওপরে স্থান দিতে হবে। এর মধ্যদিয়ে ফিলিস্তিন ইস্যুটি গোটা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হয়ে ওঠে। এখন তা গোটা বিশ্বের মনোযোগ কেড়েছে, গোটা বিশ্বের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

রায়িসি বলেন- জুলুম-নির্যাতন ও আগ্রাসন মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে দৃঢ়তা ও প্রতিরোধ। লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনেও প্রতিরোধের এই চিন্তাধারা প্রতিষ্ঠা লাভ করেছে।

৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে বিস্ময়কর প্রতিরোধ-অভিযান চালায় ফিলিস্তিনের সংগ্রামীরা। এরপর থেকে গাজায় যুদ্ধ চলছে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে ইসরাইলি বাহিনী সেখানে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ