জানুয়ারি ১৯, ২০২৪ ১৫:৩২ Asia/Dhaka
  • “নিজেদের মাটিতে সন্ত্রাসীদের ঘাঁটি নিয়ন্ত্রণে রাখুন”

ইসলামী প্রজাতন্ত্র ইরান ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিজেদের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাতে ঘাঁটি গড়তে না পারে সে ব্যাপারে ইসলামবাদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

ইরানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের সারাভান প্রদেশে পাকিস্তানের ড্রোন হামলায় কয়েক ব্যক্তি নিহত হওয়ার পর তেহরান এই আহ্বান জানালো। গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের ভেতরে পাকিস্তানের ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেছে, “ইসলামবাদ যে হামলা চালিয়েছে তা অগ্রহণযোগ্য এবং ভারসাম্যহীন।” পাকিস্তানের হামলায় চার শিশুসহ নয় ব্যক্তি নিহত হয়েছে।

পাক পররাষ্ট্র দপ্তর বলছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর জবাবে পাকিস্তান ইরানের ওপর হামলা চালিয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যদিও ইরান দুই দেশের ও দুই সরকারের মধ্যকার সম্পর্ককে সৎপ্রতিবেশীসুলভ এবং ভ্রাতৃত্বপূর্ণ রাখতে চায় এবং এই বন্ধুপ্রতিম সম্পর্কের ভেতরে শত্রুদের হস্তক্ষেপের সুযোগ দিতে চায় না তবে ইরান তার নিজের জনগণ ও ভৌগোলিক অখণ্ডতাকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে। ইরান দৃঢ়ভাবে আশা করে- বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম পাকিস্তান সরকার দেশের মাটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি প্রতিষ্ঠা না করার বিষয়ে এর আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলবে।

ইরান বলছে, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাহাড়ি এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালিয়ে আইআরজিসি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীটির আরেকটি হামলা ঠেকিয়ে দিয়েছে। এই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীটি ইরানের ওপর যখন হামলার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে আইআরজিসি তাদের ঘাঁটিতে হামলা চালায়।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনকে ইরান জয়শুল জুলুম বলে আখ্যা দিয়ে থাকে।#
পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ