ফোন করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i133774
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৪ ১৭:১৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট
    ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ফোনালাপে আরও বলেন, দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপ কেবল মুসলিম দেশগুলোতে নয় বরং বিশ্বের সব স্বাধীনচেতা ও স্বাধীনতাকামী জাতির কাছে প্রশংসিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা নিজেই জাতিগত বিদ্বেষ ও গণহত্যার শিকার হয়েছে, দেশটির মানুষ বছরের পর বছর ধরে এই তিক্ততার সম্মুখীন হয়েছে। 

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগীরা এই বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু গোটা মানব সমাজ আন্তর্জাতিক আদালতের কাছে ন্যায়বিচার আশা করছে। তারা অপরাধী ইসরাইলকে অভিযুক্ত করে রায় প্রত্যাশা করছে।

এ সময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইসরাইলের বিরুদ্ধে মামলার প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো পদক্ষেপই নিচ্ছে না তখন দক্ষিণ আফ্রিকা এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ায় তা বিশ্বে ন্যায়কামিতা ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দেশটির অবস্থানকে সুদৃঢ় করবে।

গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-তে ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইসলামি ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ এই পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।