সীমান্ত উত্তেজনা শেষ: কর্মস্থলে ফিরেছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা
(last modified Sat, 27 Jan 2024 04:27:53 GMT )
জানুয়ারি ২৭, ২০২৪ ১০:২৭ Asia/Dhaka
  • সীমান্ত উত্তেজনা শেষ: কর্মস্থলে ফিরেছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা

ইরান ও পাকিস্তান পরস্পরের ভূমিতে হামলা চালানোর পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি পেছনে ফেলে দু’দেশের রাষ্ট্রদূতরা যার যার কর্মস্থলে ফিরে কাজ করতে শুরু করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রাসূল মূসাভি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি মোকাদ্দাম এবং ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ইরান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবরাখবর প্রচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য দু’দেশের গণমাধ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মূসাভি।

দু’দেশের মধ্যে কূটৈনতিক সম্পর্ক পূর্ণ মাত্রায় চালু হওয়ায় উভয় দেশের সরকার ও জনগণ সন্তোষ প্রকাশ করেছে।

সম্প্রতি ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গি গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যিনি তখন ছুটিতে ছিলেন তাকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে।

এর মাধ্যমে কার্যত ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এরপর দেশটি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে, তারা ইরানের অভ্যন্তরে পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

আকস্মিকভাবে এসব ঘটনার ফলে ইরান ও পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ব জনমতকে দূরে রাখার জন্য পশ্চিমা গণমাধ্যমগুলো  ইরান-পাকিস্তান সীমান্ত উত্তেজনার খবর ফলাও করে প্রচার করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞচিত সিদ্ধান্ত নিয়ে ওই উত্তেজনার পরিসমাপ্তি ঘটাল তেহরান ও ইসলামাবাদ। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।