ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১১:১১ Asia/Dhaka
  • ইয়েমেনে হামলা চালিয়ে পরিস্থিতি জটিলতর করেছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার পথকে করেছে আরো কঠিন। তিনি গতকাল (শনিবার) তেহরান সফররত জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

সাক্ষাতে দুই কূটনীতিক মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি বিশেষ করে ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন যে দেশে ইঙ্গো-মার্কিন বাহিনী গত তিন সপ্তাহ ধরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থানে হামলা চালাচ্ছে।

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সেনাবাহিনী গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। সানা বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যা বন্ধ না হলে হামলা চলতেই থাকবে।  ইয়েমেন আরো বলেছে, ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলায় তাদের সংকল্পে কোনো পরিবর্তন আসবে না।

জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে সিরিয়া ও ইরাকে মার্কিন সন্ত্রাসী সেনাদের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সামরিক উপায়ে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কোনো সমস্যার সমাধান করতে না পারা সত্ত্বেও বারবার সেই একই ভুলের পুনরাবৃত্তি করে যাচ্ছে।

সাক্ষাতে গোটা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করায় ইরানকে ধন্যবাদ জানান গ্রুন্ডবার্গ। তিনি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। #

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ