ফেব্রুয়ারি ২০, ২০২৪ ২০:৫৯ Asia/Dhaka
  • শাহরাম ইরানি
    শাহরাম ইরানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার দেশের নৌ বাহিনী উত্তর ভারত মহাসাগরে একটি যৌথ মহড়া চালাবে যাতে বিশ্বের অন্তত ১২টি দেশের নৌবাহিনী যোগ দেবে।

আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে আইআরআইবি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান সাহারান ইরানি। তিনি বলেন, চলতি ফারসি বছর শেষ হওয়ার আগেই এই মহড়া সম্পন্ন হবে। আগামী ১৯ মার্চ চলতি ফারসি বছর শেষ হবে।

গভীর সাগরে ইরানের নৌবাহিনী মোতায়েন প্রসঙ্গে শাহরাম ইরানি বলেন, ২০০৯ সাল থেকে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য ইরানের নৌবাহিনী মোতায়েন করা রয়েছে। তখন থেকে এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইরানের নৌবাহিনী নিয়মিতভাবে টহল দিচ্ছে। এতে কৌশলগত সমুদ্রপথে ইরানের স্বার্থ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন ইরানি নৌবাহিনীর প্রধান।

ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান তৈরিতে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। গত কয়েক বছরে ইরান বিশ্বের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন ও পাকিস্তানের নৌবাহিনীর সাথে মহড়া চালিয়েছে। এসব মহড়ার মাধ্যমে ইরানের নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করা সম্ভব হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক পানিসীমায় জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানি নৌ বাহিনী যুক্ত রয়েছে।

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ