মার্চ ২৯, ২০২৪ ১৪:২৯ Asia/Dhaka
  • ইরানি জেলেদের উদ্ধার করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালো তেহরান

আরব সাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আটজন জেলেকে উদ্ধার করায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে তেহরান।

গতকাল (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে উর্দু ভাষায় দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এর তিন দিন আগে আরব সাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে ইরানের ওই আট জেলেকে উদ্ধার করে পাকিস্তানের নৌ বহিনী।

পাকিস্তান নৌবাহিনীর "সময়োচিত পদক্ষেপ" এর প্রশংসা করে কানয়ানি বলেন, মানবতার খাতিরে পাক নৌবাহিনী এই পদক্ষেপ নিয়েছে। "ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কোনো সীমান্তে আবদ্ধ নয়" বলেও মন্তব্য করেন তিনি।

গত সোমবার পাকিস্তান নৌবাহিনীর ইয়ারমুক জাহাজ ইরানি মাছ ধরা বোট থেকে জরুরি সাহায্যের বার্তা পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নামে। বোট থেকে আট জেলেকে উদ্ধারের পাশাপাশি বোটের আগুন নেভাতে ভূমিকা রাখে পাক নৌবাহিনী।

বিষয়টি নিয়ে পাকিস্তানের ইংরেজি পত্রিকা ‘ডন’ খবর প্রকাশের পর পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুকাদ্দাম পাকিস্তান নৌবাহিনীর ব্যাপক প্রশংসা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ