এপ্রিল ১৭, ২০২৪ ১৭:০৪ Asia/Dhaka
  • কুস্তিতে ইরানের রাজত্ব অব্যাহত: ফ্রি-স্টাইলের পর এবার গ্রিকো-রোমানেও চ্যাম্পিয়নশীপ অর্জন

এশিয়ান বয়স্ক ফ্রি-স্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপ জয়ের পর ইরানি দল গ্রিকো-রোমান কুস্তিতে এশিয়ার চ্যাম্পিয়নশীপ শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দল অসামান্য কৃতিত্ব দেখিয়ে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদকসহ এশিয়ার চ্যাম্পিয়নশীপ শিরোপা দেশের জন্য ছিনিয়ে এনেছে। ইরানের দলগত বিভিন্ন শ্রেণীবিভাগে ২০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বিভিন্ন দেশের র‌্যাঙ্কিং তালিকা:

১- ইরান ২০০ পয়েন্ট

২- কিরগিজস্তান ১৪৪ পয়েন্ট

৩- জাপান ১৪২ পয়েন্ট

৪- কাজাখস্তান ১৩০ পয়েন্ট

৫- দক্ষিণ কোরিয়া ১১২ পয়েন্ট

৬- উজবেকিস্তান ১০৬ পয়েন্ট

৭- চীন ৯৭ পয়েন্ট

৮- উত্তর কোরিয়া ৫৪ পয়েন্ট

৯- ইরাক ৩১ পয়েন্ট

১০- মঙ্গোলিয়া ২৪ পয়েন্ট

এই টুর্নামেন্টের আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বয়স্ক ফ্রি-স্টাইল কুস্তি প্রতিযোগিতা কিরগিজস্তানের রাজধানী  বিশকেকে ২৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল এবং ইরানি দল আটটি পদক জিতে সেখানে চ্যাম্পিয়নশীপ শিরোপা অর্জন করে।#

পার্সটুডে/এমবিএ/ ১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ