এপ্রিল ১৮, ২০২৪ ১৮:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলের মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে ইরানের বিচক্ষণতা সম্পর্কে তুর্কি বিশ্লেষকের প্রতিক্রিয়া
    ইসরাইলের মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে ইরানের বিচক্ষণতা সম্পর্কে তুর্কি বিশ্লেষকের প্রতিক্রিয়া

তুরস্কের পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের তৈরি হাতে বোনা রঙ্গিন ওয়াল মেটের ছবি তুলে ধরে ইরানের বিচক্ষণতা ও কৌশলগত ধৈর্যের ভূয়সী প্রশংসা করেছেন।

একই সাথে তিনি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের মনস্তাত্বিক প্রচারণা এবং ইরানের হামলাকে খাটো করে দেখানোর প্রচেষ্টাকে উপহাস করেছেন।

দামেস্কে ইরান দূতাবাসের কনস্যুলেটে সম্প্রতি ইসরাইলি হামলার জবাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ইরান 'সত্য প্রতিশ্রুতি' নামক যে সামরিক অভিযান চালিয়েছে সেটাকে ইসরাইল আহামরি তেমন কিছু নয় বলে তুলে ধরার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্বিক প্রচারণা চালানোর কৌশল বেছে নিয়েছে এবং বিশ্ব জনমতকে  ধোঁকা দেয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে, সিরিয়ার বংশোদ্ভূত একজন তুর্কি ভাষ্যকার এবং পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক হোসনি মাহালি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে ইরানের স্বার্থে আঘাত হানার জন্য ইসরাইলের হুমকির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুর উপর ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের অভিযানকে ফিলিস্তিনসহ সমগ্র আরবদের জন্য অনেক বড় গৌরব, মর্যাদা ও সম্মানের বিষয় হিসাবে অভিহিত করেছেন। একটি হাতে বোনা ইরানি কার্পেটের ছবি ইনস্টাগ্রামে তুলে ধরে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইলের মোকাবেলায় ইরানের কৌশলগত ধৈর্য ও বিচক্ষণতার ব্যাপক প্রশংসা করেন।

 ইনস্টাগ্রামে তুর্কি সাংবাদিক হোসনি মোহালি'র সাম্প্রতিক পোস্ট

তুর্কি সাংবাদিক হোসনি মোহালি তার ওই বার্তায় ইরানের হাতে বোনা কার্পেট বা ওয়াল মেটের ছবি দিয়ে ইরানের অন্তত ১০ হাজার বছর আগের ইতিহাস, ঐতিহ্য ও বিশালত্ব তুলে ধরে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইলকে কটাক্ষ করেছেন।

এই সাংবাদিক ইনস্টাগ্রামে দেয়া তার এই পোস্টে বলেছেন: ১৯৪৮ সালে দখলবাজের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসরাইল সরকার যদি মনে করে থাকে দীর্ঘ ১০ হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অধিকারী ইরানকে তারা মোকাবেলা করতে পারবে তাহলে ভুল করবে।

তুরস্কের এই বিশ্লেষক এর আগে বলেছিলেন যে, আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যে কিনা ফিলিস্তিনকে মুক্ত ও স্বাধীন করার জন্য ইসরাইলের মতো একটি দানব শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ