এপ্রিল ২২, ২০২৪ ১৩:২২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর
    ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (সোমবার) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। দু দেশের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ সফর করছেন।

ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট রায়িসিকে অভ্যর্থনা জানান পাকিস্তানের গৃহায়ন ও শ্রমমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। এ সময় তার সাথে দেশটির শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা ছিলেন। 

আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন এবং তারপর দুই নেতা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পাকিস্তান সফর শেষে প্রেসিডেন্ট রায়িসি বুধবার শ্রীলঙ্কা সফরে যাবেন। 

সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে ইরানি প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা উন্নত হলে তাতে দুই দেশই উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ইরান এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে তখন প্রেসিডেন্ট রায়িসি পাকিস্তান ও শ্রীলংকা সফরে বের হয়েছেন। এই সফরকালে পাকিস্তানের সাথে যেসব চুক্তি ও সমঝোতা সই হবে তাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক হাজার কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করেন ইরানি প্রেসিডেন্ট। একইভাবে শ্রীলংকার সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো তার আসন্ন সফরের লক্ষ্য বলে জানান তিনি।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ