মে ০২, ২০২৪ ১৩:৩৮ Asia/Dhaka
  • রাশিয়ার ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করল মার্কিন সিনেট

রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যখন রাশিয়ার জ্বালানি উৎপাদনের রাশ টেনে ধরার চেষ্টা করছে তখন সিনেট এ সংক্রান্ত একটি বিল পাস করলো।

এর আগে গত ডিসেম্বর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করে একটি বিল পাস করেছিল। এখন সেই বিলের প্রতি সর্বসম্মত সমর্থন দিল সিনেট।

ধারণা করা হচ্ছে- প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই এই বিলে সই করবেন। বাইডেন বিলে সই করলে তা ৯০ দিনের মধ্যে আইনে পরিণত হবে। তবে, ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত অস্থায়ীভাবে কিছু নিষেধাজ্ঞা ছাড়ের ব্যবস্থা থাকবে।

এই বিলের অন্যতম উদ্যোক্তা সিনেটর জিম রিশ বলেন, রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর আমেরিকার বিপজ্জনক নির্ভরতার অবসান ঘটাতে হবে এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কংগ্রেসের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, বিলটি বিশেষভাবে বিকীরণবিহীন নিচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করেছে যা রাশিয়ায় উত্পাদিত হয়।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ