মে ০২, ২০২৪ ১৪:৪৮ Asia/Dhaka
  • ইরানে বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্ম চালু; ২৮০ মিটার উঁচু থেকে লাফ দেওয়ার বাছাইকৃত ছবি
    ইরানে বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্ম চালু; ২৮০ মিটার উঁচু থেকে লাফ দেওয়ার বাছাইকৃত ছবি

ইরানের রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারে বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্ম চালু হয়েছে। গত ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়েছে। এর আগে কিছু দিন পরীক্ষামূলক ভাবে এই জাম্পিং চলছিল।

বাঞ্জি জাম্পিং হলো শরীরে দড়ি বেঁধে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে শূন্যে ঝাঁপ দেওয়া। তাই আডভেঞ্চার স্পোর্টসের মধ্যে বাঞ্জি জাম্পিংকে অন্যতম সেরা বলা যায়। 

সবাই পাখির মতো উড়তে চান। এজন্য আফসোস করে অনেকেই বলে থাকেন, পাখির মতো যদি দুটি ডানা থাকত, তাহলে উড়তে পারতাম! এ শখ পূরণ করতেই এখন অনেকেই ঝুঁকছেন বাঞ্জি জাম্পিংয়ের নেশায়। উঁচু থেকে লাফিয়ে পড়ার মজা অনুভব করতে এখন অনেকেই বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ খোঁজেন।

শারীরিক যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি অবশ্যই বাঞ্জি জাম্পিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন। এখানে মিলাদ টাওয়ার থেকে বাঞ্জি জাম্পের কিছু বাছাইকৃত ছবি তুলে ধরা হলো। 

শরীরে দড়ি বেঁধে লাফ দিচ্ছেন এক ইরানি তরুণ
শরীরে দড়ি বেঁধে লাফ দিচ্ছেন এক ইরানি তরুণ
শরীরে দড়ি বেঁধে লাফ দিচ্ছেন এক ইরানি তরুণ, তার চোখে-মুখে ভয়ের ছাপ
লাফ দেওয়ার পর হাস্যোজ্জ্বল এক তরুণ

 

এক ইরানি নারীর বাঞ্জি লাফ দেওয়ার আগের প্রস্তুতি পর্ব চলছে

এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের দৌঁড়ে পিছিয়ে নেই ইরানি নারীরাও।

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের একটি এই মিলাদ টাওয়ার

মিলাদ টাওয়ার ইরানের সবচেয়ে উঁচু টাওয়ার। উচ্চতার দিক থেকে বিশ্বে এর অবস্থান ষষ্ঠ।

জাম্পের পর উড়ছে এক তরুণ
স্নো বোর্ড সঙ্গে নিয়ে জাম্প করছেন এক তরুণ
প্রস্তুতি পর্ব চলছে
এক তরুণীকে প্রস্তুত করছেন আরেক তরুণী
একসঙ্গে বাঞ্জি লাফ দিচ্ছেন দুই ইরানি তরুণী

 

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ