মে ০২, ২০২৪ ১৭:১৪ Asia/Dhaka
  • ইসরাইলকে শাস্তি দিতে ইরান সামরিক সক্ষমতার ২০ ভাগ মোতায়েন করেছিল

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরান গত ১৪ এপ্রিল যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে তাতে দেশের সামরিক সক্ষমতার মাত্র ২০ ভাগ মোতায়েন করা হয়েছিল। 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের অপারেশন ট্রু প্রমিজে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সহযোগিতায় ইসরাইল মোকাবেলার চেষ্টা করেছে। কিন্তু পরাশক্তিগুলো ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরান মাত্র শতকরা বিশ ভাগ সামরিক শক্তি মোতায়েন করেছিল।

জেনারেল হাজিজাদেহ বলেন, ইরানের অভিযান মোকাবেলার জন্য ইসরাইল তার সমস্ত সামরিক সক্ষমতাকে ব্যবহার করেছে। একই সাথে ইসরাইলের সমর্থনে আমেরিকা তার যুদ্ধবিমান, ক্রুজার এবং বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- আমেরিকা আগে বলেছিল চলমান ঘটনায় ইসরাইলের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছে তার নেই, কিন্তু তারা ঠিকই ইরানের হামলা প্রতিহত করার জন্য ইসরাইলের পক্ষ নিয়েছে।

আইআরজিসির এ জেনারেল বলেন, অপারেশন ট্রু প্রমিজ সম্পর্কে অনেক অপ্রকাশিত বিষয় রয়েছে যা ইরানের সামরিক শক্তির একটি সামান্য অংশকে প্রকাশ করেছে মাত্র।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২

 

ট্যাগ