ইরানের সঙ্গে নতুন যুদ্ধ ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনবে: ইসরায়েলি জেনারেল
https://parstoday.ir/bn/news/west_asia-i155456-ইরানের_সঙ্গে_নতুন_যুদ্ধ_ইসরায়েলের_জন্য_বিপর্যয়_ডেকে_আনবে_ইসরায়েলি_জেনারেল
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের একজন সামরিক কৌশলবিদ সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যেকোনো নতুন সামরিক সংঘর্ষ ইহুদিবাদীদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে ও তা নজিরবিহীন পরিণতি ডেকে আনতে পারে।
(last modified 2025-12-25T11:18:37+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৫ ১৩:১৪ Asia/Dhaka
  • আইজ্যাক ব্রিক
    আইজ্যাক ব্রিক

পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের একজন সামরিক কৌশলবিদ সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যেকোনো নতুন সামরিক সংঘর্ষ ইহুদিবাদীদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে ও তা নজিরবিহীন পরিণতি ডেকে আনতে পারে।

ইসরায়েলি পত্রিকা হারেতজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ ইহুদিবাদী সামরিক কৌশলবিদ আইজ্যাক ব্রিক সতর্ক করে বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো নতুন সামরিক সংঘাত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অকল্পনীয় পরিণতি ডেকে আনতে পারে; কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ক্রমেই বাড়ছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বারবার যুদ্ধের চাপ সহ্য করার ক্ষমতা হারাচ্ছে। পার্সটুডের প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক ইসরায়েলি জেনারেল আইজ্যাক ব্রিক জোর দিয়ে বলেন, ইরানের ভূখণ্ডের ভেতরে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল একটি বড় ঝুঁকি নিয়েছে।

ব্রিক বলেন, ইরান ইসরায়েলের দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলোর বেশিরভাগই সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানা করেছিল।

তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ প্রসঙ্গে তিনি জানান, মার্কিন সরকার তেল আবিবকে অবহিত করেছে যে, ভবিষ্যতের কোনো সংঘর্ষে তারা আগের মতো একই পরিমাণ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না—যা ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রন্টের দুর্বলতাকে আরও বাড়িয়ে দেবে।

আইজ্যাক ব্রিক জোর দিয়ে বলেন, তেল আবিবের পক্ষ থেকে যেকোনো নতুন হামলা ইরানের পাল্টা জবাবের মুখে পড়বে। আর সে ক্ষেত্রে এইবার ইরান জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বিশেষ করে পুরো তেল আবিব মহানগর ও আশপাশের অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

এই ইহুদিবাদী বিশ্লেষক ব্যাখ্যা করে বলেন, বৃহত্তর তেল আবিবে ব্যাপক আঘাত হানা হলে ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ এই এলাকায় ইসরায়েলের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোর প্রায় ৮০ শতাংশ অবস্থিত।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন