ইরানি যাত্রীবাহী বিমান ধ্বংসের বার্ষিকী; পররাষ্ট্রমন্ত্রী বললেন বিশ্বে সবচেয়ে বড় হস্তক্ষেপকারী আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i139250-ইরানি_যাত্রীবাহী_বিমান_ধ্বংসের_বার্ষিকী_পররাষ্ট্রমন্ত্রী_বললেন_বিশ্বে_সবচেয়ে_বড়_হস্তক্ষেপকারী_আমেরিকা
পার্সটুডে- ইরানের একটি যাত্রীবাহী বিমানে মার্কিন হামলার বার্ষিকীতে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একাধারে ইরানি জাতির মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
(last modified 2025-07-31T10:48:53+00:00 )
জুলাই ০৩, ২০২৪ ১৭:২৯ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

পার্সটুডে- ইরানের একটি যাত্রীবাহী বিমানে মার্কিন হামলার বার্ষিকীতে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একাধারে ইরানি জাতির মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

৩৬ বছর আগে (৩ জুলাই, ১৯৮৮) এই দিনে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ইউএসএস ভিনসেনেস থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ যাত্রী ও ১৬ ক্রু ছিলেন। বন্দর আব্বাস থেকে দুবাই যাওয়ার সময় হরমুজ প্রণালির আকাশে বিমানটিকে ধ্বংস করা হয়। বিমানের ২৯০ আরোহীর মধ্যে ৬৬ শিশু ও ৫৩ নারী ছিলেন।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি'র এক্স চ্যানেলের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপসহ নানা উপায়ে ইরানি জাতির মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, আমেরিকার কাছে মানবাধিকারের অর্থ কী তা আজকের গাজা পরিস্থিতি দেখলেই সবাই বুঝতে পারে। মার্কিন নেতাদের ঝুলিতে গণহত্যা, দুর্ভিক্ষ, দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞের যে রেকর্ড রয়েছে তাতে গাজা-গণহত্যায় সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার পর্বটিও যুক্ত হয়েছে।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ হস্তক্ষেপ দেশটিকে বিশ্বের অন্যতম মানবাধিকার লঙ্ঘনকারীতে পরিণত করেছে।

বাকেরি কানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এসব অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং সর্বাত্মক চাপ সত্ত্বেও ব্যাপক উন্নতি সাধন করেছে।#

পার্সটুডে/এসএ/‌৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।