গাজা এখনও মুসলিম বিশ্বের এক নম্বর ইস্যু: ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Sun, 21 Jul 2024 11:00:44 GMT )
জুলাই ২১, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • গাজা এখনও মুসলিম বিশ্বের এক নম্বর ইস্যু: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজা এখনও মুসলিম বিশ্বের প্রধান ইস্যু।

আজ (রোববার) ইরানের ১২তম সংসদের স্পিকার ও সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন। 

সর্বোচ্চ নেতা বলেন, এটা ঠিক যে, কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এখন অনেকের মধ্যেই আর প্রথম দিকটার মতো সেই আবেগ-উৎকণ্ঠা নেই, কিন্তু বাস্তবতা হলো গাজার গুরুত্ব প্রথম দিনগুলোর মতোই বিদ্যমান। কমেনি বরং বেড়েছে। 

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, প্রতিরোধের শক্তি দিন দিনই স্পষ্টতর হচ্ছে। দখলদার ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকার মতো একটি দেশ সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। কিন্তু এই দখলদারেরা একটি প্রতিরোধ সংগঠনের সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি, তাদেরকে পরাস্ত করতে পারেনি।

 

তিনি বলেন,  ইহুদিবাদী বা জায়োনিস্টরা হামাসকে পরাজিত করতে পারছে না, প্রতিরোধ শক্তিকে দমাতে পারছে না। এ কারণে তারা স্কুল, হাসপাতাল, নারী, শিশু তথা জনগণের ওপর বোমা ফেলছে। বিশ্ববাসীর চোখের সামনেই তারা চরম পর্যায়ের অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

পেজেশকিয়ান (মাঝে)

 

গাজা ইস্যু ছাড়াও ইরানের নানা অভ্যন্তরীণ ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন সর্বোচ্চ নেতা। তিনি নির্বাহী বিভাগ (প্রেসিডেন্ট) ও আইন বিভাগের (সংসদ) মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে এই দুই বিভাগের মধ্যে ঐক্য জরুরি। আন্তর্জাতিক ইস্যুতে সংসদকে জোরালো ভূমিকার রাখারও আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।#  

পার্সটুডে/এসএ/২১                   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ