'ইরানোলোজি সেন্টার' প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তুতি ঘোষণা করল পাকিস্তানি বিশ্ববিদ্যালয়
(last modified Sat, 14 Sep 2024 13:18:21 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১৯:১৮ Asia/Dhaka
  • 'ইরানোলোজি সেন্টার' প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তুতি ঘোষণা করল পাকিস্তানি বিশ্ববিদ্যালয়

পাকিস্তানের রাওয়ালপিন্ডি উইমেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আনিলা কামাল ইরানি দূতাবাসের কালচারাল এটাশের সঙ্গে এক বৈঠকে ঐ বিশ্ববিদ্যালয়ে 'ইরানোলোজি সেন্টার' প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের প্রধান মেহদি তাহেরি উইমেন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আনিলা কামালের সাথে বৈঠকে নানা ইস্যুতে মতবিনিময় করেছেন।

পার্সটুডে জানাচ্ছে, রাওয়ালপিন্ডি উইমেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আনিলা কামাল ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে আয-যাহরা বিশ্ববিদ্যালয়ের সাথে বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, ফার্সি ভাষা ও সাহিত্য ও যৌথ গবেষণা প্রকল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং রাওয়ালপিন্ডি উইমেন ইউনিভার্সিটি যৌথভাবে ফারসি ভাষা শিক্ষা কোর্সের পাশাপাশি ইকবাল লাহোরিসহ দুই দেশের বিশিষ্ট ব্যক্তিদের বিষয়ে স্মরণসভার আয়োজন করতে পারে। 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে ইরানের ৭৩টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে- এ কথা উল্লেখ করে ইরানি কালচারাল সেন্টারের প্রধান মেহদি তাহেরি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

তিনিও রাওয়ালপিন্ডি উইমেন ইউনিভার্সিটিতে ফার্সি ভাষা শিক্ষা ক্লাস চালু এবং একটি ইরানোলোজি সেন্টার বা ইরানি অধ্যয়ন কেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দেন।#  

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ