পারস্য উপসাগর ত্রি-দ্বীপ বিচ ভলিবল কাপে 'তুম্বে কোচাক দল' চ্যাম্পিয়ন
পার্স টুডে: পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিন দ্বীপ 'আবু মুসা', 'তুম্বে বুজুর্গ' ও 'তুম্বে কোচাক'-এর মধ্যে প্রথমবারের মতো 'বিচ ভলিবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হয়েছে। আবু মুসা দ্বীপে অনুষ্ঠিত টুর্নামেন্টে 'তুম্বে কোচাক দল' চ্যাম্পিয়ন হয়েছে।
পার্স টুডে জানিয়েছে, ইরানের 'ত্রি-দ্বীপ কাপ বিচ ভলিবল টুর্নামেন্ট-এর প্রথম রাউন্ডে আবু মুসা, তুম্বে বুজুর্গ, তুম্বে কোচাক এবং পারস্য উপসাগর দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তুম্বে বুজুর্গ এবং তুম্বে কোচাক দল একে অপরের মুখোমুখি হয় এবং তুম্বে কোচাক শিরোপা জিতে নেয়। তুম্বে বুজুর্গ দল ২-১ ব্যবধানে হেরে এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পারস্য উপসাগর দল আবু মুসা দ্বীপকে পরাজিত করে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যুব ও ক্রীড়ামন্ত্রী "আহমাদ দুনিয়ামলি", হরমোজগানের গভর্নর "মাহদি দোস্তি" এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভলিবল ফেডারেশনের প্রধান "মিলাদ তাকাভি" উপস্থিত ছিলেন।
ফিলিপাইনের সান্তা রোসা শহরের নুভালি স্যান্ড কোর্টে ৬ থেকে ১০ নভেম্বর এশিয়ান সিনিয়র বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ত্রি-দ্বীপ টুর্নামেন্টটির আয়োজন করা হয়।#
পার্সটুডে/এমএআর/৩১