ইরানি নারী সিনেমাটিক অ্যানিমেশনে 'ব্রিকস উইমেন স্টার্টআপ' প্রতিযোগিতায় জিতেছেন
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি ব্রিকস উইমেন স্টার্টআপ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।
একজন ইরানী নারী ব্রিকস উইমেন স্টার্টআপ প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে প্রার্থীদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হন এবং প্রতিযোগিতায় জয়ী হন। পার্সটুডে জানিয়েছে, চলতি বছর ৩ জুন থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রাশিয়ায় BRICS উইমেনস স্টার্টআপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল ব্রিকস দেশগুলোর মহিলাদের নেতৃত্বে স্টার্টআপগুলোকে তুলে ধরা এবং সমর্থন করা।
এ বছর অনুষ্ঠিত BRICS উইমেনস স্টার্টআপ প্রতিযোগিতা "ব্রিকস বিজনেস উইমেন অ্যালায়েন্স" এর অন্যতম প্রধান ইভেন্টে পরিণত হয়েছে এবং ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টি দেশ থেকে ১০০০ টিরও বেশি আবেদন এসেছে।
ব্রিকস উইমেন স্টার্টআপ প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি "আফরোজ বাউফা বেজান্দি" হলেন, ইরানের দনেশ বুনিয়ন ফাউন্ডেশনের "ক্রিয়েটিভ মিডিয়া আর্টস অব সোর" এর কার্যনির্বাহী প্রধান। এই সংস্থাটি সিনেমাটিক অ্যানিমেশন তৈরি এবং ভার্চুয়াল স্পেসে সম্প্রচারের জন্য ছোট ক্লিপ তৈরির ক্ষেত্রে কাজ করে।
বিজয়ীদের আবেদনের মধ্যে ছিল জ্বালানি খাত এবং অবকাঠামো, রোবোটিক্স, ওষুধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, শিক্ষা, কৃষি, বায়বীয় সরঞ্জামের উত্পাদন ও পরিচালনা, সেইসাথে ক্যান্সার এবং বন্ধ্যাত্বের বিরুদ্ধে লড়াই করার পদ্ধতি ইত্যাদির জন্য উদ্ভাবনী প্রকল্প। ১৪টি দেশের মোট ২৬ জন বিজয়ী আন্তর্জাতিক জুরির সদস্যদের দ্বারা নির্ধারিত হয়েছিল, যাদের মধ্যে ইরানের নামও দেখা যায়।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।