ইরানের নীতিতে প্রতিবেশীদের অবস্থান; কাস্পিয়ান অর্থনৈতিক ফোরামে নেতারা কী বললেন?
তৃতীয় কাস্পিয়ান অর্থনৈতিক ফোরাম গত সোমবার ও মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এই ফোরামে ইরান, রাশিয়া, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান প্রজাতন্ত্র এবং তাজিকিস্তান অংশ নিয়েছে। আঞ্চলিক সহযোগিতা জোরদার, বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি এবং যৌথ বিনিয়োগ প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে।
পার্সটুডে জানিয়েছে- কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলোতে প্রায় ৫০ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ও ৯ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ রয়েছে। একইসঙ্গে এসব দেশের জনসংখ্যা প্রায় ৩০ কোটি।
ইরানের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী দেশগুলো বিশেষ অবস্থানের অধিকারী: আরেফ
তেহরান বৈঠকের শুরুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তৃতীয় কাস্পিয়ান সাগর উপকূলবর্তী অর্থনৈতিক সম্মেলনের আয়োজনকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, "ইরানের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের একটি কৌশলগত অবস্থান রয়েছে এবং ইরান কঠিন সময়ের বন্ধুদের ভুলে যায় না।"
কাস্পিয়ান সাগরের পানি কমে যাওয়ার বিষয়ে আমরা উদ্বিগ্ন: রুশ উপ-প্রধানমন্ত্রী
এই সম্মেলনে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওরচুক বলেছেন, কাস্পিয়ান সাগরের পানির স্তর হ্রাস পাচ্ছে এবং আমরা এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন,"রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সম্মতিতে আমরা কাস্পিয়ান সাগরের পানির স্তর কমে যাওয়ার বিষয় নিয়ে কাজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান এতে যোগ দিয়েছে।"
কাস্পিয়ান সাগরকে শান্তির সাগর হিসেবে টিকিয়ে রাখতে হবে: আজারবাইজানের প্রধানমন্ত্রী
আজারবাইজান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আলী আসাদভ এই সম্মেলনে জোর দিয়ে বলেন, কাস্পিয়ান সাগরকে শান্তি ও সহযোগিতার সাগর হিসেবে টিকিয়ে রাখতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
কাস্পিয়ান সাগরের পরিবেশ-প্রকৃতি রক্ষার উপর জোর দিলেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলোর তৃতীয় অর্থনৈতিক সম্মেলনে কাজাখ প্রধানমন্ত্রী ওলগাস আবায়েভিচ বেকতেনভ কাস্পিয়ান সাগরের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, "কাস্পিয়ান সাগরের অনন্য ইকো সিস্টেম সংরক্ষণ করাকে কাজাখস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।"
কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ: তাজিক প্রধানমন্ত্রী
তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কাহির রসুলজাদেহ বলেছেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর জন্য আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, "বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কাস্পিয়ান সাগর তীরবর্তী অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার অন্যতম কেন্দ্র যা এই অঞ্চলের দেশগুলোর জন্য বিশেষ গুরুত্ব বহন করে।"
যৌথ আঞ্চলিক সহযোগিতার প্রতি তুর্কমেনিস্তানের সমর্থন
সম্মেলনে তুর্কমেনিস্তানের মন্ত্রী পরিষদের ডেপুটি-চেয়ারম্যান খোজা মোরাদি গোল্ডি তৃতীয় ফোরাম আয়োজনের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে অগ্রসরমান একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হতে চাই। এ লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যৌথ সহযোগিতাকে আমরা সমর্থন করি।"#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।