পাকিস্তানের প্রাণকেন্দ্রে ইরানি সভ্যতা; চলছে আন্তর্জাতিক বসন্ত উৎসব
https://parstoday.ir/bn/news/iran-i148694-পাকিস্তানের_প্রাণকেন্দ্রে_ইরানি_সভ্যতা_চলছে_আন্তর্জাতিক_বসন্ত_উৎসব
পার্সটুডে-পাকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক সংস্কৃতি ও বসন্ত উৎসব শুরু হয়েছে ইসলামাবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিভিন্ন দেশের অংশগ্রহণে ওই উৎসব শুরু হয়। উৎসবে যোগদানকারীরা 'ইরানী সভ্যতা'প্যাভিলিয়নকে উৎসাহের সাথে স্বাগত জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৫ ২০:২৯ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রাণকেন্দ্রে ইরানি সভ্যতা;  চলছে আন্তর্জাতিক বসন্ত উৎসব
    পাকিস্তানের প্রাণকেন্দ্রে ইরানি সভ্যতা; চলছে আন্তর্জাতিক বসন্ত উৎসব

পার্সটুডে-পাকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক সংস্কৃতি ও বসন্ত উৎসব শুরু হয়েছে ইসলামাবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিভিন্ন দেশের অংশগ্রহণে ওই উৎসব শুরু হয়। উৎসবে যোগদানকারীরা 'ইরানী সভ্যতা'প্যাভিলিয়নকে উৎসাহের সাথে স্বাগত জানিয়েছে।

আজ (সোমবার) আন্তর্জাতিক বসন্ত সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পাকিস্তানের জাতীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয়ের (NUML) ভিসি জেনারেল শহীদ মাহমুদ কিয়ানি, ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম, ইসলামাবাদে নিযুক্ত ইরানি দূতাবাসের কালচারাল অ্যাটাশে মাজিদ মেশকি, বিদেশী কূটনীতিক, NUML বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ডক্টর আম্বার ইয়াসমিন, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, অধ্যাপক এবং শিক্ষার্থীগণ। ব্যাপক জাঁকজমকের সঙ্গে আন্তর্জাতিক সংস্কৃতি ও বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্সটুডে আরও জানায়, নোমাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিদেশী অতিথিদের বুথ পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মেলা পরিদর্শনকালে ইরানি প্যাভিলিয়নে ইরানের সংস্কৃতি এবং রীতিনীতির পরিচয় তুলে ধরা হয়। তারপরে বেশ কয়েকটি আনন্দঘন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশিত হয়।

ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম এবং ইসলামাবাদে ইরানি দূতাবাসের কালচারাল অ্যাটাশে মাজিদ মেশকি নোমাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অন্যান্য বিদেশী অতিথিদের স্বাগত জানান। ইরানি সভ্যতা ও সংস্কৃতি, রীতিনীতি এবং ঐতিহ্য, বিশেষ করে নওরোজ উদযাপন সম্পর্কে তিনি তাদের অবহিত করেন।

পাকিস্তানি ও বিদেশী ছাত্র-ছাত্রী, অধ্যাপক এবং ইরানি সভ্যতার প্রতি আগ্রহীদের একটি বিশাল সমাবেশ ইরানের প্যাভিলিয়নকে স্বাগত জানায়। সেইসাথে স্থানীয় ও জাতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য, পর্যটন আকর্ষণ, হাফত সিন টেবিল এবং ইরানি খাবার ও স্যুভেনির উপস্থাপন করা হয়।

দুই দিনের ওই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের অবকাশে, বিভিন্ন দেশের বেশ কয়েকটি শিল্পী দল সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান পরিবেশন করে।

ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, চীন, জার্মানি, তুর্কমেনিস্তান, তুর্কিয়ে এবং রাশিয়াসহ বিভিন্ন দেশ তাদের স্থানীয় রীতিনীতি ও খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বুথ স্থাপন করে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।