মালয়েশিয়ায় সামরিক প্রদর্শনীতে ইরানের বর্ণিল উপস্থিতি; সাড়া ফেলেছে ইরানি প্যাভিলিয়ন
https://parstoday.ir/bn/news/iran-i149462-মালয়েশিয়ায়_সামরিক_প্রদর্শনীতে_ইরানের_বর্ণিল_উপস্থিতি_সাড়া_ফেলেছে_ইরানি_প্যাভিলিয়ন
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০২৫ ১৩:৪৮ Asia/Dhaka
  • ইরানের সরব উপস্থিতি
    ইরানের সরব উপস্থিতি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

মালয়েশিয়ায় ১৭তম আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রদর্শনী গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনীটি এলআইএমএ-২০২৫ নামে বেশি পরিচিত।

পার্সটুডে'র তথ্য বলছে, ৪৬টি দেশের ১৪০টি প্রতিনিধিদলসহ সাড়ে তিন লাভের বেশি মানুষ এই প্রদর্শনী পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

এই প্রদর্শনীতে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সাবমেরিনসহ সামরিক নৌযান, স্মার্ট এবং গাইডেড বোমাসহ বিভিন্ন ধরণের সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।

মালয়েশিয়ার কয়েকজন মন্ত্রী এরিমধ্যে ইরানি প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। প্রদর্শনী শুরুর পর মালয়েশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মাদি নাসরাবাদি মালয়েশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আদলি জাহারির সঙ্গে বৈঠক করেছেন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেছেন।

এই বৈঠকে মালয়েশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করে এই প্রদর্শনীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্রিয় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইরানের সক্ষমতার প্রশংসা করেন।

তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা অর্জনকে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন।

গত বছরও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনীতে অংশ নিয়েছিল।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।