ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ ইহুদিবাদী অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে: বহু হতাহত
https://parstoday.ir/bn/news/iran-i149910-ইরানের_ক্ষেপণাস্ত্র_হামলার_নতুন_ঢেউ_ইহুদিবাদী_অস্তিত্বকে_নাড়িয়ে_দিয়েছে_বহু_হতাহত
ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের তৃতীয় ধাপ - ট্রু প্রমিজ ৩ অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরান সময় রাত ১.৩০ মিনিটে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২৫ ১১:৩৬ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ ইহুদিবাদী অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে: বহু হতাহত

ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের তৃতীয় ধাপ - ট্রু প্রমিজ ৩ অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরান সময় রাত ১.৩০ মিনিটে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব, অধিকৃত জেরুজালেম আল-কুদস, লেক টাইবেরিয়াস, হাইফা, বেয়ারশেবা এবং অন্যান্য স্থানে ইরান ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তেল আবিবে ভয়াবহ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরানের নিক্ষেপিত অন্তত একটি ক্ষেপণাস্ত্র ৫০ তলা একটি ভবনে আঘাত হানে যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে থাকে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে তেল আবিবে ভয়াবহ পরিস্থিতির দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেখানে কৌশলগত ও স্পর্শকাতর স্থানে আঘাত হানার কারণে ইসরায়েলের তথাকথিত হোম ফ্রন্ট কমান্ড আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে কিছু নির্দিষ্ট বিবরণের উপর মিডিয়া ব্ল্যাকআউট জারি করেছে বলে জানা গেছে। ফলে সেখানকার প্রকৃত চিত্র পাওয়া যায়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির আল-মুসাভির মতে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হেনেছে।#

পার্সটুডে/জিএআর/১৪